Wellcome to National Portal
বিসিএসআইআর গবেষণাগার, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ ডিসেম্বর ২০১৯

বিসিএসআইআর গবেষণাগার, চট্টগ্রাম পরিদর্শন করেন জনাব মোঃ শওকত আলী, সদস্য (অর্থ), বিসিএসআইআর


প্রকাশন তারিখ : 2019-12-08

চট্টগ্রাম, ০৮ ডিসেম্বর ২০১৯

বিগত ০৮/১২/২০১৯ ইং তারিখ, রবিবার বিসিএসআইআর গবেষণাগার, চট্টগ্রাম পরিদর্শনে আসেন জনাব মোঃ শওকত আলী, সদস্য (অর্থ), বিসিএসআইআর। তাঁর আগমন উপলক্ষে একটি সংক্ষিপ্ত মত বিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় কর্মচারীদের পদোন্নতি সংক্রান্ত জটিলতাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব মোঃ আছাদুর রহমান । বিজ্ঞানীদের নানাবিধ সমস্যাসহ গবেষণাগারের সার্বিক সমস্যা তুলে ধরেন বিজ্ঞানী সংঘের সভাপতি এবং গবেষণাগারের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সাইফুল ইসলাম। পরিশেষে জনাব মোঃ শওকত আলী, সদস্য (অর্থ), বিসিএসআইআর তাঁর বক্তব্যে গবেষণাগারের কিছু প্রধান প্রধান সমস্যা চিহ্নিত করেন এবং জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ড. মোহাম্মদ মোস্তফা, পরিচালক (অতিঃ দায়িত্ব) বিসিএসআইআর গবেষণাগার, চট্টগ্রাম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গবেষণাগারের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আব্দুস সালাম।