বিগত ১৭-২১ নভেম্বর ২০১৯ ইং বিসিএসআইআর গবেষণাগার চট্টগ্রামে Atomic Absorbtion Spectroscopy (AAS)-এর উপর ইন হাউজ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষনের শুভ উদ্ধোধন ঘোষনা করেন গবেষণাগারের মাননীয় পরিচালক ড. মোঃ মোস্তফা। প্রশিক্ষনে বিসিএসআইআরের বিভিন্ন ইউনিট হতে দশ জন বিজ্ঞানী ও টেকনিশিয়ান অংশগ্রহন করেন। সনদপত্র বিতরনের মাধ্যমে মাননীয় পরিচালক মহোদয় প্রশিক্ষনের সমাপ্তি ঘোষনা করেন।