চট্টগ্রাম গবেষণাগার কর্তৃক অদ্য ২৭ জুন, ২০২১ ইং তারিখ ০১ (এক) দিন ব্যাপি বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা ২০২১ আয়োজিত
প্রকাশন তারিখ
: 2021-06-27
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়াধীন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ-এ্রর অঙ্গপ্রতিষ্ঠান বিসিএসআইআর, চট্টগ্রাম গবেষণাগার কর্তৃক অদ্য ২৭ জুন, ২০২১ ইং তারিখ ০১ (এক) দিন ব্যাপি বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা ২০২১ আয়োজন করা হয়। বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান চর্চায় উৎসাহিত করার উদ্দেশ্যে প্রতি বছর এ মেলার আয়োজন করা হয়ে থাকে। করোনা মহামারীর কারণে এবারের মেলা স্বল্প পরিসরে স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করা হয়।
সকাল ১০.০০ ঘটিকায় মেলার ভার্চুয়ালি শুভ উদ্বোধন করেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এর মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আফতাব আলী শেখ। তাঁর সাথে অনলাইনে আরও যুক্ত ছিলেন বিসিএসআইআর এর সদস্য (প্রশাসন ও অর্থ) জনাব মুহাম্মদ শওকত আলী, সচিব জনাব শাহ্ আবদুল তারিক এবং বিভিন্ন ইউনিটের পরিচালকবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম গবেষণাগারের পরিচালক (অতি. দায়িত্ব) ড. মোহাম্মদ মোস্তফা। এছাড়া অনুষ্ঠানে সরাসরি উপস্থিত ছিলেন চট্টগ্রাম গবেষণাগারের বিজ্ঞানী, কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।