Wellcome to National Portal
  • 2022-12-27-08-17-00f922e8122738e7f846b927b9dbf187
বিসিএসআইআর গবেষণাগার, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ ডিসেম্বর ২০১৯

বিসিএসআইআর গবেষণাগার, চট্টগ্রামে Method Validation এর উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2019-12-07

2019-12-11-21-41-7ffaca6df08375e287df05d601fdf4a0

চট্টগ্রাম, ০৭ ডিসেম্বর ২০১৯

বিগত ০৭/১২/২০১৯ ইং তারিখ, শনিবার বিসিএসআইআর গবেষণাগার, চট্টগ্রামে Method Validation এর উপর প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ০৭/১২/২০১৯ ইং তারিখ থেকে ১০/১২/২০১৯ ইং তারিখ পর্যন্ত চারদিনব্যাপী চলমান এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন বিসিএসআইআর গবেষণাগার, চট্টগ্রামের ১২ জন বিজ্ঞানী। প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন জনাব বিজয় ভুষণ পাল, সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি), বিসিএসআইআর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড. মোঃ আব্দুস সাত্তার মিয়া, গবেষণা সমন্বয়কারী, বিসিএসআইআর এবং চারজন প্রশিক্ষক জনাব মোঃ আমিনুল আহসান, পরিচালক (অতিঃ দায়িত্ব), আইএনএআরএস, ড. মোহাম্মদ মোস্তফা, পরিচালক (অতিঃ দায়িত্ব) বিসিএসআইআর গবেষণাগার, চট্টগ্রাম, জনাব শামীম আহমেদ,ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং জনাব মোঃ আহেদুল আকবর, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, আইএনএআরএস । অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ড. মোহাম্মদ মোস্তফা, পরিচালক (অতিঃ দায়িত্ব) বিসিএসআইআর গবেষণাগার, চট্টগ্রাম। গবেষণাগারের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সাইফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।