Wellcome to National Portal
বিসিএসআইআর গবেষণাগার, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd ডিসেম্বর ২০১৯

বিসিএসআইআর গবেষণাগার, চট্টগ্রামে 'গবেষণা, উন্নয়ন ও শিল্পায়নে উদ্যোক্তাদের সম্পৃক্ততা শীর্ষক কর্মশালা-২০১৯' আয়োজন


প্রকাশন তারিখ : 2019-12-02

গত ২৮/১১/২০১৯ ইং তারিখ, বৃহস্পতিবার বিসিএসআইআর গবেষণাগার, চট্টগ্রাম কর্তৃক গবেষণা, উন্নয়ন ও শিল্পায়নে উদ্যোক্তাদের সম্পৃক্ততা শীর্ষক এক কর্মশালা আয়োজিত হয়। উক্ত কর্মশালার শুরুতেই মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব হাবিবুর রহমান ভুঁইয়া উপস্থিত সকলকে আন্তরিকভাবে স্বাগত জানান।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাকের হোছাইন, সদস্য (উন্নয়ন), বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, ঢাকা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কবির আহমেদ, প্রাক্তন পরিচালক, বিসিএসআইআর গবেষণাগার, চট্টগ্রাম। 

বিসিএসআইআর গবেষণাগার, চট্টগ্রাম এর পরিচালক জনাব ডঃ মোঃ মোস্তফা (অতিঃ দায়িত্ব) কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। শিল্পোদ্যাক্তাদের মধ্য থেকে বক্তব্য দেন জনাব ঝুলন কান্তি রায়, প্রোপাইটার, বি, এল, ইন্টারন্যাশনাল, জনাব অজিত কুমার দাশ, ব্যবস্থাপনা পরিচালক, বি, এস, পি, ফুড প্রোডাক্টস্ লিমিটেড, চট্টগ্রাম, জনাব রফিক আহমেদ, এরিয়া ম্যানেজার, ইন্টারটেক বাংলাদেশ, চট্টগ্রাম শাখা এবং এস, এম, মাঈনুল আনোয়ার, প্রোপাইটার, আলওয়ান এন্টারপ্রাইজ, চট্টগ্রাম। এরপর মূল প্রবন্ধের উপর উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন গবেষণাগারের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব ডঃ মোঃ আব্দুস সালাম। এ আলোচনায় অংশ নেন জনাব মোঃ আমিন, কে,ডি,এস, গ্রুপ,  জনাব মোঃ ঈসমাইল হোসেন, বায়েজিদ স্টিল, জনাব সেলিম নাশিন, গণমাধ্যম কর্মী, নিউ চট্টলা প্রাইভেট লিঃ, জনাব দীপেশ কান্তি দত্ত, সাদ মূসা ফেব্রিকস্ লিঃ সহ আর ও অনেকেই। গণমাধ্যম কর্মী জনাব সেলিম নাশিন তাঁর বক্তব্যে সাধারণ জনগণের কাছে বিসিএসআইআর এর উদ্ভাবিত পণ্য ও প্রযুক্তির পরিচিতি তুলে ধরতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের উপর গুরুত্ব দেন। সাদ মূসা ফেব্রিকস্ লিঃ এর জনাব দীপেশ কান্তি দত্ত পানির ‘জিরো ডিসচার্জ’ বিষয়ক বিসিএসআইআর এর কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে চান এবং ইন্ডাষ্ট্রি পরিদর্শনের মাধ্যমে বিজ্ঞানীদের সরাসরি ইন্ডাষ্ট্রি সংক্রান্ত সমস্যা সমাধানে এগিয়ে আসার আহবান জানান। এছাড়াও জনাব অজিত কুমার দাশ মৌসুমী পচনশীল ফলমূল ও সবজি সংরক্ষণে ক্ষতিকর ক্যামিকেলের পরিবর্তে কোনো নিরাপদ প্রযুক্তি উদ্ভাবনের উপর গুরুত্বারোপ করেন এবং এ সংক্রান্ত গবেষণা প্রকল্প বিসিএসআইআর গবেষণাগার চট্টগ্রামে চলমান আছে জেনে সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব কবির আহমেদ তাঁর বক্তব্যে বিসিএসআইআর গবেষণাগার, চট্টগ্রামের বিশ্লেষণী সেবার অতীত ও বর্তমান অবস্থার কথা তুলে ধরেন এবং নতুন উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যা সমাধানে বিসিএসআইআর এর সার্বিক অবদানের কথা উল্লেখ করেন।

প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাকের হোছাইন তাঁর বক্তব্যে বিসিএসআইআর এর নতুন পণ্য ও প্রযুক্তির প্রচার ও প্রসারের উপর গুরুত্ব দেন এবং নতুন উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যা সমাধানে বিজ্ঞানীদের সমন্বিতভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব ডঃ মোঃ মোস্তফা, পরিচালক (অতিঃ দায়িত্ব), বিসিএসআইআর গবেষণাগার, চট্টগ্রাম।  বৈজ্ঞানিক কর্মকর্তা তানিয়া শারমিন এবং শাহাবুদ্দিন শিহাব এর সঞ্চালনায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।