চট্টগ্রাম, ২৪ জানুয়ারী ২০১৯
বিজ্ঞানের উন্নয়ন তথা উদ্ভাবনী সর্বস্তরে ছড়িয়ে দেয়ার উদ্দেশ্য প্রতিবছরের ন্যায় এবারও বিসিএসআইআর গবেষণাগার, চট্টগ্রামে আগামী ২৪-২৬, জানুয়ারী, ২০২০ ইং তারিখ পর্যন্ত তিনদিনব্যাপী "বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা- ২০২০" অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার মেলায় ভিন্ন ভিন্ন ২৬ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ১৫২ টি প্রকল্প প্রদর্শিত হবে। আজ ২৪/০১/২০২০ ইং তারিখ বেলা ১০:০০ ঘটিকায় গবেষণাগার প্রাঙ্গণে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ মাসুদুর রহমান,পরিচালক, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, চট্টগ্রাম। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন গবেষণাগারের চীফ সায়েন্টিফিক অফিসার, জনাব মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব মোঃ আছাদুর রহমান, অফিসার্স ইউনিয়নের পক্ষ থেকে প্রতিষ্ঠানের বাজেট অফিসার, শাহজাদী খানম এবং বিজ্ঞানীদের পক্ষ থেকে বিজ্ঞানী সংঘের সভাপতি এবং গবেষণাগারের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব ড. সাইফুল ইসলাম। অনুষ্ঠানের বিশেষ অতিথি, ড. মোঃ মাসুদুর রহমান তাঁর বক্তব্যে "বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা- ২০২০" আয়োজনের জন্য বিসিএসআইআর গবেষণাগার, চট্টগ্রাম এবং গবেষণাগারের পরিচালক, ড. মোহাম্মদ মোস্তফাকে সাধুবাদ জানান এবং মেলা সংক্রান্ত শৈশবের স্মৃতির কথা তুলে ধরে ছাত্র-ছাত্রীদের অণুপ্রাণিত করেন এবং সবশেষে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ড. মোহাম্মদ মোস্তফা, পরিচালক (অতিঃ দায়িত্ব) বিসিএসআইআর গবেষণাগার, চট্টগ্রাম এবং অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন গবেষণাগারের বৈজ্ঞানিক কর্মকর্তা, তানিয়া শারমিন।