Wellcome to National Portal
বিসিএসআইআর গবেষণাগার, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st ডিসেম্বর ২০২২

‘‘Industry 4.0: Challenges & Research Opportunities” শীর্ষক একটি ‘‘Learning Session’’ আয়োজন প্রসংগে


প্রকাশন তারিখ : 2022-11-24

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বিসিএসআইআর চট্টগ্রাম গবেষণাগারের সকল বিজ্ঞানী ও কর্মকর্তাগণের সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে গত ২৪.১১.২০২২ ইং তারিখ সকাল ১০.০০ টায় গবেষণাগারের কনফারেন্স কক্ষে ‘‘Industry 4.0: Challenges & Research Opportunities” শীর্ষক একটি ‘‘Learning Session’’ আয়োজন করা হয়। উক্ত ‘‘Learning Session’’ এ প্রশিক্ষক হিসেবে প্রফেসর ড. আসাদুজ্জামান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপস্থিত ছিলেন। উক্ত Learning Session এ অত্র গবেষণাগারের সকল বিজ্ঞানী ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।