চট্টগ্রাম: ১০ নভেম্বর, ২০২০
বিগত ৯ই নভেম্বর, ২০২০ইং তারিখ ফিতা কেটে বিসিএসআইআর গবেষণাগার, চট্টগ্রামের এনালাইটিক্যাল সার্ভিসসেল (ওয়ান স্টপ সার্ভিস) এর উদ্বোধন করেন গবেষণাগারের পরিচালক জনাব ড. মোহাম্মদ মোস্তফা। আগামী ১০শে নভেম্বর, ২০২০ইং তারিখ থেকে ওয়ান স্টপ সার্ভিস নিয়ে আবার নতুনভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে গবেষণাগারের এনালাইটিক্যাল সার্ভিস সেলটি।উদ্বোধনী অনুষ্ঠানে অত্র গবেষণাগারের পরিচালক তার বক্তব্যে বলেন, সেবা সহজীকরণ এবং উন্নত সেবা প্রদানই নতুন এনালাইটিক্যাল সার্ভিসসেলের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানের আয়োজনে ছিলেন পিএন্ডডি শাখা প্রধান জনাব ড. দীপংকর চক্রবর্তী ,প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, চীফ সায়েন্টিফিক অফিসার, জনাব নিমাই চন্দ্র নন্দী, প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার সহ গবেষণাগারের সকল বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।