Wellcome to National Portal
বিসিএসআইআর গবেষণাগার, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ August ২০২০

বিসিএসআইআর গবেষণাগার চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস পালিত


প্রকাশন তারিখ : 2020-08-16

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিসিএসআইআর গবেষণাগার চট্টগ্রামের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। ১৪ই অগাস্ট, ২০২০ বাদ জুমা বিসিএসআইআর গবেষণাগার, চট্টগ্রাম জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ১৫ই অগাস্ট, ২০২০ সারাদিন বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। সকাল ০৬:০০ ঘটিকায় জাতীয় পতাকা অর্ধনমিত করণ ও কর্মকর্তা ও কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করেন। সকাল ০৯:০০ ঘটিকায় পরিচালক (ভারপ্রাপ্ত) মহোদয়ের নেতৃত্বে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পণ করা হয়। সকাল ১০:০০ ঘটিকায় স্বাস্থ্যবিধি মেনে বিনামূল্যে বাসের চালক ও সহকারিদের নিকট হ্যান্ড সেনিটাইজার বিতরণ করা হয়। এছাড়া বাদ জোহর বিসিএসআইআর গবেষণাগার, চট্টগ্রাম জামে মসজিদ কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।