Wellcome to National Portal
বিসিএসআইআর গবেষণাগার, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd সেপ্টেম্বর ২০২০

মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপণ করল বিসিএসআইআর গবেষণাগার, চট্টগ্রাম


প্রকাশন তারিখ : 2020-09-23

চট্টগ্রাম: ২৩ সেপ্টেম্বর ২০২০

 

মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বিসিএসআইআর গবেষণাগার, চট্টগ্রামের অফিস প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করা হয়। গবেষণাগারের নিজ প্রাঙ্গনে কয়েক প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচী উদ্বোধন করা হয়।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব ড. মোহাম্মদ মোস্তফা, পরিচালক, বিসিএসআইআর গবেষণাগার, চট্টগ্রাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, চীফ সায়েন্টিফিক অফিসার, জনাব নিমাই চন্দ্র নন্দী, প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার সহ গবেষণাগারের অন্যান্য বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 

উল্লেখ্য, বিগত ১৩ই সেপ্টেম্বর, ২০২০ ইং তারিখ বিসিএসআইআর-এর ঢাকা ক্যাম্পাসেও মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিসিএসআইআর-এর সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আফতাব আলী শেখ বিসিএসআইআর-এর সকল আঞ্চলিক গবেষণাগারসমূহে যেমন: চট্টগ্রাম, রাজশাহী, জয়পুরহাট, নয়ারহাটে বৃক্ষরোপণ কর্মসূচী চলমান রাখার আশাবদ ব্যক্ত করেন। এর ই ধারাবাহিকতায় বিসিএসআইআর গবেষণাগার, চট্টগ্রাম ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়।